অজানাকে জানার লক্ষে...

Showing posts with label Travel. Show all posts
Showing posts with label Travel. Show all posts

Wednesday, 13 May 2020

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পর্যটন মন্ত্রণালয় ঈদের ছুটির পরে আবারও ফ্লাইট শুরু করার পরিকল্পনা করছে



সিএএবি স্বাস্থ্য বীমা দাবি করছে।

 
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ  ও পর্যটন মন্ত্রণালয়  ঈদের ছুটির পরে আবারও ফ্লাইট শুরু করার পরিকল্পনা করছে।

কোভিড -১৯-এর কারণে অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিমান সংস্থাগুলিকে সহায়তা করার জন্য বিমান সংস্থা ও অ-অ্যারোনটিক্যাল উভয়ই শুল্ক মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ নাগরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সাথে বৈঠক শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেন, "আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি - কীভাবে আমাদের বিমানপথকে সমর্থন এবং বর্তমান পরিস্থিতিটি কাটিয়ে উঠতে পারি।"

“আমরা ঈদের ছুটির পরে ফ্লাইট পরিচালনা করার কথা ভাবছি, তবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জীবাণুনাশক সরঞ্জাম স্থাপন করতে হবে। অন্যান্য দেশও স্বাস্থ্য ও স্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করে বিমান চালানোর পরিকল্পনা করছে। ”

প্রতিমন্ত্রী আরও বলেন, "বিমানের কার্যক্রম অভ্যন্তরীণ পরিস্থিতি এবং বিমান সংস্থার স্বার্থের উপর নির্ভর করে, তবে আমরা প্রস্তুতি নিচ্ছি।"

বেসামরিক বিমান চলাচল সচিব মহিবুল হক বলেছেন: “আলোচনার পরে আমরা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় বিমানবন্দরগুলির জন্য অ্যারোনটিকাল এবং অ-অ্যারোনটিক্যাল চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি। জ্বালানি মওকুফও এটার  অন্তর্ভুক্ত।

"আন্তর্জাতিক বাজারে জেট জ্বালানির দাম হ্রাস পেয়েছে, তাই আমরা আন্তর্জাতিক বাজার বিবেচনা করার জন্য জ্বালানি মন্ত্রণালয়ে একটি প্রস্তাব জমা দেব," তিনি আরও বলেছেন

মহিবুল আরও বলেছিলেন: “৩০ শে মেয়ের মধ্যে কীভাবে পুরো বিমানবন্দরটিকে জীবাণুমুক্ত করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি, সুতরাং বিমানবন্দরটি বিমান চালনার জন্য উপযুক্ত হবে। অন্যান্য দেশের বিমানবন্দরগুলিও ভাইরাস মুক্ত রয়েছে যাতে যাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারে। "

বেসামরিক বিমান চলাচল সচিব আরও উল্লেখ করেছেন যে বিমান সংস্থাগুলি আর্থিক সমস্যা নিয়ে সহায়তা করার জন্য সরকার প্রণোদনা প্যাকেজ দিচ্ছে।

“সরকার প্রণোদনা প্যাকেজ দিচ্ছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতিমধ্যেতা গ্রহণ করেছে । যে কোনও এয়ারলাইন্সের আর্থিক সহায়তার প্রয়োজন হলে তারা প্রণোদনা প্যাকেজ নিতে পারে, ”তিনি বলেছিলেন।

"আমরা মূলত অবতরণ, পার্কিং এবং আবাসন, বোর্ডিং ব্রিজ ফি, সুরক্ষা, রুট নেভিগেশন সুবিধার চার্জ, ওভারফ্লাইং, জ্বালানির দাম হ্রাস এবং অপারেটিংয়ের অপেক্ষাকৃত ঘন্টা ছাড়িয়ে যাওয়ার জন্য বিমানের চার্জ ইত্যাদির উপর ছাড় দিচ্ছি," অ্যাভিয়েশন সেক্রেটারি মহিবুল যোগ করেছেন হক।

সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়ার পরে, চূড়ান্ত সমস্ত সিদ্ধান্ত শীঘ্রই একটি গেজেটে প্রকাশ করা হবে, তিনি যোগ করেন।


সিএএবি বিমান সংস্থাগুলির, স্বাস্থ্য বীমার সহায়তার দাবি জানিয়েছে

বৈঠকে সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মাফিদুর রহমান কীভাবে অন্য দেশগুলি বিমানবন্দরগুলিতে এক বছর বা তারও বেশি সময় ধরে বিভিন্ন চার্জের জন্য ফ্লাইট পুনরায় চালু করার এবং মওকুফের প্রস্তাব দেওয়ার বিষয়ে একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সিএএবি চেয়ারম্যান বলেন, "আমরা দেশীয় অ্যারোনটিক্যাল চার্জের জন্য সম্পূর্ণ ওয়েভিয়ার এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির জন্য ৫০% প্রস্তাব করেছি।"

তিনি আরও যোগ করেন যে অস্ট্রেলিয়া, তুরস্ক, চীন, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশগুলি তাদের এয়ারওয়েগুলির জন্য বিশেষ উদ্দীপনা প্যাকেজ বরাদ্দ করেছে।

সিএএবি চেয়ারম্যান বলেন, "আমাদের বিমান সংস্থাগুলি সমর্থন করতে হবে যাতে তারা বিমান চালাতে পারে।"

তিনি আরও বলেছিলেন: “আমরা করোনাভাইরাস ফ্রন্ট লাইনে কাজ করার জন্য সরকারী স্বাস্থ্য বীমা দাবি করি, যাতে কোনও কর্মকর্তা যদি আক্রান্ত হয় বা মারা যায় তবে তারা আর্থিক সহায়তা পাবে।

“আমাদের কর্মীরা সীমান্তে কাজ করার ঝুঁকিতে পড়বে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে অন্যান্য খাতের কর্মীদের বরাদ্দ দিয়েছেন। আমাদের স্বাস্থ্য বীমা এবং আর্থিক সহায়তার প্রয়োজন কারণ আমরাই প্রথম আক্রান্ত রোগী পেয়েছি এবং বিমানবন্দরে লোকজনকে জীবাণুমুক্ত করবো, ”তিনি যোগ করেছেন।

১৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোন ভাইরাস নিয়ে লড়াইয়ে প্রাণ ঝুঁকছেন এমন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ফিল্ড অফিসার, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, সশস্ত্র বাহিনী, বিজিবি এবং অন্যান্য সরকারী কর্মচারীদের জন্য বীমা জন্য ৭৭০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। পৃথিবীব্যাপী.



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি।


Monday, 11 May 2020

COVID-19 মহামারীর কারণে বিশ্বজুড়ে ছোট হয়ে যাচ্ছে বিমান বহর


COVID-19 মহামারীর  কারণে এয়ার ট্রাভেল ইন্ডাস্ট্রিতে প্যাসেন্জারদের নিম্নমুখী চাহিদা বিশ্বজুড়ে  সমস্ত এয়ারলাইনসকে তাদের বহর এবং অপারেশনাল কার্যক্রম সীমিত করতে বাধ্য করেছে। কিছু এয়ারলাইনস  তাদের এয়ারক্রাফটগুলিকে স্টোরেজ সাইটে ফেলে রাখছে এবং কিছু সরাসরি অবসরে পাঠিয়ে দিয়েছে।  চলুন দেখা যাক কোন কোন এয়ারলাইন্স তাদের কোন কোন এয়ারক্রাফট গুলোকে অবসর গ্রহণের জন্য প্রেরণ করে

Lufthansa

COVID-19 মহামারীর  কারণে এপ্রিলের শুরুরদিকে বিশ্বজুড়ে নিম্নমুখী চাহিদার কারণে  Lufthansa তাদের পরিকল্পনা ঘোষণা করে ।  
 
All A340-600 
Six Airbus A380
Five Boeing 747-400

Lufthansa Cityline তাদের বহর থেকে তিনটি Airbus  A340-300 তুলে নেয় Airbus  A340-300  

Lufthansa CEO, কার্স্টেন স্পোহর ঘোষণা দিয়েছিলেন যে COVID-19 এর পরে বিমান সংস্থাটি আরও ছোট হবে এবং প্রায় 100 বিমানের মাধ্যমে বহরের আকারকে হ্রাস করবে।

 Eurowings পরিচালিত short-hlou ফ্লাইট এর ক্ষেত্রে, অতিরিক্ত দশটি Airbus A320 পর্যায়ক্রমে বাদ দেয়ার পরিকল্পনা করা হয়েছে 
KLM

গত মাসে কেএলএম বোয়িংয়ের সমস্ত বহরে রিটায়ার্ড 747-400  অবসর দিয়েছিল। প্রাথমিকভাবে, এয়ারলাইনস 2021 সালে এই জাতীয় বিমানের অবসর গ্রহণের প্রত্যাশা করা হচ্ছিল।  তবে কোভিড -19-এর কারণে, কোনো ঘোষনা ছাড়াই এয়ারক্রাফট গু লোকে অপারেশনে নিয়ে আসা হয়। 

বর্তমানে, তিনটি KLM7 747-400Ms (PH-BFT, PH-BFV এবং PH-BFW) কেবলমাত্র কার্গো ফ্লাইটে সাংহাইয়ের ফ্লাইট চালিয়ে যাচ্ছে।
Air France

ফরাসি সংবাদপত্র লা ট্রিবিউনের সাথে একটি সাক্ষাত্কারের সময়, এয়ার ফ্রান্সের সিইও বেন স্মিথ নিশ্চিত করেছেন যে তিনি Airbus A380  গুলোকে বহরের বাইরে রাখার প্রত্যাশা করছেন।

জানুয়ারিতে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে শেষ ফ্লাইট পরিচালনা শেষে A380 গুলোকে বহর থেকে বাদ  দেয়া হয় ,তারপর এয়ার ফ্রান্স ফ্রান্সের তারবেস বিমানবন্দরে দুটি A380 এবং অন্য দুটি স্পেনের টেরুলে প্রেরণ করে।
Air France
Air France


Virgin Atlantic


এই সপ্তাহে, ভার্জিন আটলান্টিক সমস্ত B747-400 এবং চারটি A 330-200 এয়ারক্রাফট এর তাৎক্ষণিক  অবসর গ্রহণের ঘোষণা দিয়েছে।
 24 শে মার্চ এয়ারলাইনস তার সর্বশেষ A340-600 (G-VWIN) অবসর নিয়েছে। শেষ তিনটি বিমান বোর্নেমাউথ বিমানবন্দরে গিয়েছিলো এবং তাদের দুটি(G-VNAP এবং G-VWIN); ইতিমধ্যে Maleth-আয়ের নামে একটি নতুন মালিক  পেয়েছে।


IAG Group

IAG Group, যা British Airways এবং Iberia এর মাদার কোম্পানি, BA B747 এবং আইবেরিয়ার A340 এর সম্ভাব্য অবসর গ্রহণের ঘোষণা দিয়েছে।
British Airways
British Airways


American Airlines

American Airlines আনুষ্ঠানিকভাবে Embraer E190, বোয়িং 757 এবং বোয়িং 767 বহরকে অবসর দিয়েছে, যা মূলত ২০২০ সালের মধ্যে অবসর নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। বিমান সংস্থাও তাদের এয়ারবাস A 330-300 এর অবসরকে ত্বরান্বিত করেছে। অতিরিক্ত হিসাবে, আমেরিকান পিএসএ এয়ারলাইনস দ্বারা পরিচালিত 19 Bombardier CRJ200 বিমান অবসর নিচ্ছে।

Delta
Delta MD-88 এবং MD-90  বিমানটি পূর্বে পরিকল্পনার চেয়ে আগে অবসর নেবে, উভয় বিমানের ধরণটি ২০২০ সালের জুনে কার্যকর বহর থেকে বেরিয়ে আসবে।
Deta
Deta

Air Canada

এয়ার কানাডা তাদের বহর থেকে Boeing 767, Airbus 319 এবং Embraer 190 বিমান সহ ৭৯ টি পুরানো বিমানের অবসরকে ত্বরান্বিত করছে।
Air Canada
Air Canada


Air Transat

মার্চ শেষে, Air Transat C-GSAT রেজিস্ট্রেশন সহ তাদের শেষ A 310 অবসর নেয়। পর্তুগালের পোর্তো থেকে Air Transat  প্রত্যাবাসন ফ্লাইট TS 765 যা 30 মার্চ হ্যালিফ্যাক্স হয়ে টরন্টো পৌঁছেছিল।

শেষ ফ্লাইটটি 27 এপ্রিল কুইবেক থেকে প্যারিস এবং ফিরে যাওয়ার নির্ধারিত ছিল।
Air Transat
Air Transat

Austrian Airlines

গত মাসে অস্ট্রিয়ান এয়ারলাইনস এক বিবৃতিতে ঘোষণা করেছিল, তারা বহরের phase-out শুরু করবে; 2022 অবধি সমস্ত সাত A319 এর ছয়টি B767-300 এর অবসর এবং তারপরে Dash 8 বহর অন্তর্ভুক্ত।
Austrian Airlines
Austrian Airlines


Singapore Airlines

According to RoutesOnline, Singapore Airlines will be pushing forward the retirement of their B777-200/ER. A few of them are now parked in Alice Springs, NT, Australia.
RoutesOnline অনুসারে, সিঙ্গাপুর এয়ারলাইনস তাদের B 777-200ER অবসর গ্রহণের দিকে এগিয়ে চলেছে। তাদের মধ্যে কয়েকটি এখন অস্ট্রেলিয়ার Alice Springs, NT এ পার্ক করা আছে।

Singapore Airlines
Singapore Airlines




Saturday, 29 July 2017

This page is under construction...

এই পেইজটি প্রস্তুত করা হচ্ছে, সঙ্গেই থাকুন ।

Thursday, 25 February 2016

জেনে নিন সহজেই ভারতীয় ভিসা পাবার উপায়


জেনে নিন সহজেই ভারতীয় ভিসা পাবার উপায়
আসুন জেনে নেই কোথায় এবং কিভাবে ভারতীয় ভিসা পাওয়া যাবে সহজেই ।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র
কূটনীতিক এবং প্রাতিষ্ঠানিক পাসপোর্টধারী ছাড়া সবধরনের ভিসা আবেদনকারীর আবেদন গ্রহণের কাজটি করে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। তবে ভিসা আবেদন প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্তের বিষয়টি নির্ভর করে হাই কমিশনের ওপর। আর ভিসা আবেদন করতে হবে অনলাইনে http://indianvisaonline.gov.in/visa/ সাইটটির মাধ্যমে।
বেশ কয়েক ধরনের ক্যাটাগরিতে ভারতীয় ভিসার আবেদন করা যায়:
  • কূটনৈতিক ভিসা,
  • বিজনেস ভিসা,
  • কনফারেন্স ভিসা,
  • এমপ্লয়মেন্ট ভিসা,
  • ইমার্জেন্সি ভিসা,
  • এন্ট্রি ভিসা,
  • জার্নালিস্ট ভিসা,
  • মেডিকেল ভিসা,
  • মিশনারি ভিসা,
  • স্টুডেন্ট ভিসা,
  • ট্যুরিস্ট ভিসা,
  • ট্রানজিট ভিসা,
  • রিসার্চ ভিসা,
  • দু’মাসের মধ্যে পুনঃপ্রবেশের অনুমতিসহ ভিসা,
  • জার্নালিস্ট ভিসা, ইত্যাদি।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো:
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,গুলশান, ঢাকাঠিকানা:লেক ভিউ, বাড়ি: ১২, সড়ক: ১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ।ফোন: 00-88-02-9893006, 8833632
মোবাইল ফোন: 0171 3389499
ফ্যাক্স: 00-88-02-9863229
মেইল: info@ivacbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,ধানমণ্ডি, ঢাকাবাড়ি- ২৪, সড়ক: ২, ধানমণ্ডি, ঢাকা-১২১৫মেইল: info@ivacbd.comওয়েবসাইট: www.ivacbd.com
ভিসা আবেদনপত্র গ্রহণ: সকাল ০৮:০০ টা থেকে দুপুর  ০১:০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
পাসপোর্ট ডেলিভারি: বিকাল ৩:০০ টা থেকে সন্ধ্যা সন্ধ্যা ০৬:০০ টা (রবিবার থেকে বৃহস্পতিবার)
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,মতিঝিলঢাকাঠিকানা:স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সাধারণ বিমা ভবন, ২৪-২৫, দিলকুশা, বাণিজ্যিক এলাকা,ফোন00-88-02-9553371, 9554251
ফ্যাক্স00-88-02-9563991
মেইলinfo@ivacbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,চট্টগ্রামঠিকানা:২১১১, জাকির হোসেন রোড, হাবিব লেন, চট্টগ্রাম।
(হলিক্রিসেন্ট হাসপাতালের বিপরীতে)
ফোন00-88 -031-2551100
ফ্যাক্স: 00-88-031-2524492
মেইল: ivacctg@colbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,সিলেটঠিকানা:স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, রোজ ভিউ কমপ্লেক্স, শাহজালাল উপশহর, সিলেট- ৩১০০টেলিফোন: 00-88-0821 – 719273
ফ্যাক্স00-88-0821-719932
মেইল: info@ivacbd.com
ওয়েবসাইট:  www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন জমাদানকেন্দ্রখুলনাঠিকানা:ড. মতিয়ার রহমান টাওয়ার, ৬৪, কেডিএ এভিনিউ, কেডিএ কমার্শিয়াল এরিয়া, ব্যাংকিং জোন, খুলনা-৯১০০টেলিফোন: 00-88-041-2833893
ফ্যাক্স: 00-88-041-2832493
মেইল: info@ivacbd.com
ওয়েবসাইট: www.ivacbd.com
ভারতীয় ভিসাআবেদন কেন্দ্র,রাজশাহীঠিকানা:মরিয়ম আলী টাওয়ার, হোল্ডিং নম্বর-১৮, প্লট নম্বর- ৫৫৭, দ্বিতীয় তলা, পুরাতন বিলসিমলা, গ্রেটার রোড, বর্ণালী মোড়, দ্বিতীয় তলা, ওয়ার্ড নম্বর-১০, রাজশাহী।ফোন: 88-0721-812534, 88-0721-812535
মেইল: info.rajshahi@ivacbd.com 
ওয়েবসাইট: www.ivacbd.com

ভিসা আবেদন ফি (অফেরতযোগ্য)
বাংলাদেশী পাসপোর্টধারীদের কোন ভিসা ফি প্রয়োজন হয় না, তবে ভিসা প্রসেসিং ফি দিতে হয়।
কেন্দ্রপ্রতিআবেদনপত্রেরজন্য ভিসাপ্রসেসিং ফি(টাকা)
গুলশান, ঢাকা৬০০
ধানমণ্ডি, ঢাকা৬০০
মতিঝিল, ঢাকা৬০০
রও পাসপোর্ট সংগ্রহ না করলে পাসপোর্টে থাকা স্থায়ী ঠিকানা বা বাংলাদেশ সরকারের যথাযথ দপ্তরে পাসপোর্ট পাঠিয়ে দেয়া হয়। তাই এ ঝামেলা থেকে রেহাই পেতে যথাসময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা উচিত। পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কোন সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে যোগাযোগ করা যেতে পারে নিচের ঠিকানাগুলোতে:

চট্টগ্রাম৬০০
সিলেট৭০০
খুলনা৭০০
রাজশাহী৬০০
পাসপোর্ট সংগ্রহ:
ভিসা আবেদনের সময় পাসপোর্ট জমা দেয়ার পর ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে হবে ভিসা ইস্যু হয়েছে কিনা আর ভিসা ইস্যুর পর ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। তিন মাস পেরিয়ে যাওয়ার পরও পাসপোর্ট সংগ্রহ না করলে পাসপোর্টে থাকা স্থায়ী ঠিকানা বা বাংলাদেশ সরকারের যথাযথ দপ্তরে পাসপোর্ট পাঠিয়ে দেয়া হয়। তাই এ ঝামেলা থেকে রেহাই পেতে যথাসময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা উচিত। পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কোন সমস্যা বা অভিযোগের ক্ষেত্রে যোগাযোগ করা যেতে পারে নিচের ঠিকানাগুলোতে:
ব্যবস্থাপক (প্রশাসন), ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, বাড়ি নম্বর: ১২, সড়ক: ১৩৭, গুলশান-১, ঢাকা।
ফোন: 02-8833632
ফ্যাক্স: 02-9863229
ই-মেইল: Info@ivacbd.com
অথবা
চিফ অপারেটিং অফিসার, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, উদয় টাওয়ার, গুলশান-১, ঢাকা। ফ্যাক্স: 02-8835602 ই-মেইল: manager@sbigb.com

ভারতীয় ভিসার নিয়মকানুন:
  • পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে।
  • শিশুদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রও আলাদা পাসপোর্ট প্রয়োজন হবে।
  • অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা প্রয়োজন হয় না।
  • ভিসা আবেদন ফর্মটি সতর্কতার সাথে পূরণ করতে হবে কারণ যেকোনো ভুল তথ্যের দায় আবেদনকারীকেই নিতে হবে আর ভিসা ইস্যু হওয়ার পরই বরং ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা করা উচিত।
  • ২০১০ সাল থেকে চালু হওয়া নিয়মানুযায়ী কেবল অনলাইনে করতে হয় ভিসা আবেদন।
  • ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের বাসিন্দাদের অবশ্যই ঢাকার গুলশান অথবা মতিঝিলের ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে। আর সিলেট, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের বাসিন্দাদের নিজ নিজ আঞ্চলিক ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র জমা দিতে হবে। আর বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের আবেদনপত্র জমা দিতে হবে গুলশান অথবা মতিঝিলের ভিসা আবেদন কেন্দ্রে।
  • অনলাইনে আবেদন ফরম পূরণের পর আবেদনপত্রের এক কপি এবং সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি জমা দিতে হবে।
  • অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণের পর আবেদনকারীর যে কপি তৈরি হয় তাতে আবেদনপত্র জমা দেয়ার তারিখ এবং সময় উল্লেখ করে দেয়া হয়। নির্ধারিত দিন এবং সময়েই আবেদনপত্র জমা দিতে হবে। তবে যথাসময়ে যাওয়া সম্ভব না হলে ঐদিনই অফিস সময়ের (সকাল ৮:০০-দুপুর ১২:০০) মধ্যে পৌঁছাতে পারলেও আবেদনপত্র জমা দেয়া যাবে।
  • অনলাইনে আবেদন ফরম পূরণে কোন ভুল হলে সেটা সংশোধনের কোন সুযোগ নেই, তবে কোন ভুল হলে নতুন করে আবেদন ফরম পূরণ করা যাবে।
  • অনলাইনে আবেদন ফরম পূরণ করলেই যে এপয়েন্টমেন্ট বা ফরম জমা দেয়ার তারিখ পাওয়া যাবে তা বলা যায় না। তারিখ ছাড়াই আবেদনকারীর কপি তৈরি হতে পারে। সাধারণত অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি মানুষ ভারতীয় ভিসা আবেদন করে আর তাই সবাইকে তারিখ দেয়া সম্ভব হয় না। আবেদন ফরম পূরণের পর তারিখ না পেলে পরবর্তী কোন এক সময় বা দিনে আবার চেষ্টা করতে হবে। তবে নতুন করে ফরম পূরণ করার দরকার নেই। পূর্বে আবেদন ফরম পূরণের সময় পাওয়া ওয়েব ফাইল নম্বর এবং জন্ম তারিখের মাধ্যমে ওয়েবসাইটে লগইন করে তারিখ পাওয়ার চেষ্টা করা যাবে। পেশাদার আবেদন ফরম পূরণকারীরা দিনে কয়েকবার চেষ্টার মাধ্যমে তারিখ পেতে সাহায্য করেন। আর আপনি নিজে চেষ্টা করলেও কয়েকদিন চেষ্টা করলেই তারিখ পেয়ে যাবেন।
  • আবেদন ফরম পূরণ করে তারিখ পাওয়ার পর সেটার প্রিন্ট কপি নিতে হবে। প্রিন্ট কপি নিতে ভুলে গেলেও অসুবিধা নেই, ওয়েব ফাইল নম্বর এবং জন্ম তারিখের সাহায্যে লগইন করে যেকোনো সময় প্রিন্ট আউট নিতে পারবেন।
  • কোন কারণ ছাড়া একাধিক তারিখের জন্য একাধিক ভিসা আবেদন করা ঠিক নয়। যুক্তিসঙ্গত কোন কারণ ছাড়া একাধিক তারিখের জন্য একাধিক ভিসা আবেদন করলে ভিসা ইস্যু নাও হতে পারে।
  • ভিসা আবেদন ফরম জমা দেয়ার পর আবেদনের অবস্থা বা স্ট্যাটাস জানতে টেলিফোন, ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে, এক্ষেত্রে স্টিকার নম্বর বা পাসপোর্ট নম্বর উল্লেখ করতে হবে।
  • একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচজনের জন্য আবেদনপত্র জমা দিতে পারেন, তবে তাদেরকে জমাদানকারীর পরিবারের সদস্য হতে হবে। বাবা-মা, সন্তান, স্বামী-স্ত্রী, এদের পরিবারের সদস্য ধরা হয়।
  • এছাড়া সংসদ সদস্য, বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ারম্যান, প্রধান নির্বাহী, ব্যবস্থাপনা পরিচালক এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং সত্তরোর্ধ্ব ব্যক্তিবর্গের হয়ে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা ই-টোকেনসহ আবেদনপত্র জমা দিতে পারেন।
  • সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বা অবসরপ্রাপ্ত ব্যক্তিবর্গকে নির্ধারিত ফরম্যাটে প্রোফর্মা জমা দিতে হয়।
  • সিকিম, কাশ্মীর, অরুণাচল, হিমাচল, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উতরাখন্ডসহ ভারতীয় কিছু এলাকায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় সেসব জায়গায় যেতে হলে অতিরিক্ত ফরম পূরণ করে দিতে হয় এবং এসব ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ে চার সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় দরকার হতে পারে।
  • ব্যবসা সংক্রান্ত কাজে ভারতে যেতে হলে বিজনেস ভিসা বা “বি” ভিসা এবং চাকুরী সংক্রান্ত কাজে ভারত যেতে হলে এমপ্লয়মেন্ট ভিসা বা “ই” ভিসা নিতে হবে।
  • ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করতে হলে আর্থিক সামর্থ্যের প্রমাণের পাশাপাশি ব্যবসায়িক অভিজ্ঞতার পক্ষেও কাগজপত্র দেখাতে হবে। -(Collected)

জেনে নিন,বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টরের কাছ থেকে

Monday, 5 October 2015

বাংলাদেশে ৩৮টি অসম্ভব সুন্দর জায়গা !


অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন।
এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির ফটোগ্রাফারের নাম আমরা ছবির নিচে ম্যানশন করে দিয়েছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।


Photo by Afzal Nazim 

Photo by Tarek Mahmud

রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য।

Photo by Imran Bin Mazher 
Photo by MD.ABDULLAH MAHMUD

২. কাপ্তাই লেক, রাঙ্গামাটি।

২. শুকনাছড়া ফলস, রাঙ্গামাটি।

৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Raikhong LakePhoto by TuheenBD  

রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Waterfalls
Photo by TuheenBD

৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান

Nilgiri Resort @ BandarbanPhoto by alauddin2008  

নীলগিরি বান্দরবান থেকে সূর্যাস্ত

sunrise at Nilgiri, BandarbanPhoto by Ishtiaque Ovee  

৬. সাঙ্গু নদী, বান্দরবান

৭. কিউক্রাডং এর চূড়া থেকে

Goodmorning KeokaradangPhoto by Faisal Akram  

৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়

Morning at Bandarban 2Photo by D.M. Hasan-Uz- Zaman  

৯. বান্দরবানের বগা লেক

Boga Lake
Photo by Anwar Hussain

১০. বান্দরবানের চিম্বুক পাহাড়

Bandarban Chimbuk Range Hill View From NilgiriPhoto by Sharif Ripon  

১১. জাদিপাই পাড়া, বান্দরবান

১২. জাদিপাই ফল, বান্দরবান

Jadipai Fall, Bandorban, BangladeshPhoto by Roy Udoy  

১৩। নাফাখুম ফল, বান্দরবান

Nafakhum, BandarbanPhoto by Razequl Zibon  

১৪. থানছি, বান্দরবান

Pan Thanchi 1
Photo by Sabbir Khan email: [email protected]

১৫. আমিয়াখুম ফল, বান্দরবান

Amiakhum WaterfallPhoto by Md Rasedul Hasan  

১৬. রিজুক ফল, বান্দরবান

১৭. তাজিংডন, বান্দরবান

Tajingdong
Photo by Dr.Muntasir Moin

১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট

Ratargul
Photo by Wild Priest

সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য

04Photo by Arefin Chisty  

সিলেটের রাতারগুল জলাভূমির বন

১৯. জাফলং, সিলেট

JaflongPhoto by Neerod  

২০. বিছনাকান্দি, সিলেট

Bichana Kandi _ sYlhet
Photo by nilesh rony

২১. লালাখাল, সিলেট

Lalakhal , SylhetPhoto by Atique Rahman  

লালাখাল, সিলেটের আরেকটি ভিউ

Lalakhal
Photo by Rakib Arnab

২২. ল্যাওয়াছড়া জাতীয় উদ্যান, সিলেট

Lawachara National Park
Photo by Sabbir Khan

ল্যাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে রেল ক্রসিং

Guiding lightPhoto by Xahidur Reza

২৩. পাংথুমাই ফলস, সিলেট

Pangthumai Falls, SylhetPhoto by Saidur Rahman

২৪. টাঙ্গুয়ার হাওর, সিলেট

tanguar haorPhoto by Dolon  

২৫. হামহাম ওয়াটারফল, শ্রীমঙ্গল, সিলেট

HumHum WaterFallsPhoto by A.Alim Al Munzur

২৬. মাধবকুন্ড ওয়াটারফল, মৌলভিবাজার, সিলেট

Madhabkunda WaterfallPhoto by Shakhawat Hossain  

২৭. বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ

Nijhum dwipPhoto by Tanjib Ahmed

নিঝুম দ্বীপের আরেকটই দৃশ্য

The land of beauty : Nijhum DwipPhoto by MD.ABDULLAH MAHMUD  

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপের কাছ থেকে

SunsetPhoto by Rassel Chowdhury

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে হরিণের বিচরণ

Spotted Deer1Photo by mustafizmamun  

২৮. সুন্দরবনের ম্যানোগ্রোভ ফরেষ্ট

Photo by FarshidKhan12

২৯. কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকতের আরেকটি ভিউ

Soil Erosion [Kuakata, Bangladesh]Photo by Saud Faisal

৩০. টেকনাফ, বাংলাদেশ


৩১. সেন্ট মার্টিন দ্বীপ

Photo by Mukammel Hoque

৩২. চট্টগ্রামের ফয়েস লেক


Photo by Gulzar Rasel

৩২. নেত্রকোনার বিড়িসিড়ি

Photo by Tahsin Hossain

নেত্রকোনার বিড়িসিড়ির আরেকটি ভিউ


৩৪. সোমেশ্বরী নদী, নেত্রকনা

Photo by Farhana Jabin

সোমেশ্বরী নদী, নেত্রকনা। আরেকটি দৃশ্য


Photo by Hasib Wahab

৩৫. সোনাদিয়া, কক্সবাজার

Sonadia, Cox's BazarPhoto by Chobir Kabbo  

সোনাদিয়ার পাইন বন

Pine Forest - Sonadia IslandPhoto by Sinbad Konick

সোনাদিয়াতে ক্যাম্পিং

1sonadia islandPhoto by masud ananda  

৩৬. তলুবং ওয়াটারফল, বান্দরবান

Tlubong Waterfalls (Double Falls)
Photo by Dr.Muntasir Moin

৩৭. সুখসাগর, দিনাজপুর

Beautiful BangladeshPhoto by: Arghya Banik  

৩৮. কুয়াকাটা, পটুয়াখালি


Photo by: shawccha saha

৩৯. তিস্তা, রংপুর


Photo by: shawccha saha

রংপুরের তিস্তার আরেকটি দৃশ্য


ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
অনেকেই বলেন বাংলাদেশে কোন সুন্দর ঘোরার জায়গা নেই। কিন্তু এটা একটা সম্পূর্ন ভুল ধারনা। বাংলাদেশে এতো অসাধারন সব পর্যটন ক্ষেত্র রয়েছে যেগুলো না দেখলে বিশ্বাস হয়না। এখন আপনাদের দেখাবো এমন কিছু অসাধারন জায়গা। আপনারা অবসরে এগুলো থেকে সহজেই ঘুরে আসতে পারেন।
এই ছবিগুলোর কোনটিই আমাদের নিজেদের তোলা নয়। প্রতিটি ছবির ফটোগ্রাফারের নাম আমরা ছবির নিচে ম্যানশন করে দিয়েছি। যারা অক্লান্ত পরিশ্রম করে এসব ছবি আমাদের সামনে তুলে এনেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

১. সাজেক ভ্যালি, রাঙ্গামাটি।

Photo by Afzal Nazim 
Photo by Tarek Mahmud

রাঙ্গামাটির সাজেক ভ্যালির পাহাড়ের উপরের দৃশ্য।

Photo by Imran Bin Mazher 
Photo by MD.ABDULLAH MAHMUD

২. কাপ্তাই লেক, রাঙ্গামাটি।

২. শুকনাছড়া ফলস, রাঙ্গামাটি।

৪. রাইখং লেক, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Raikhong LakePhoto by TuheenBD  

রাইখং ফলস, পুকুয়ারপাড়া, রাঙ্গামাটি

Waterfalls
Photo by TuheenBD

৫. নীলগিরি রিসোর্ট, বান্দরবান

Nilgiri Resort @ BandarbanPhoto by alauddin2008  

নীলগিরি বান্দরবান থেকে সূর্যাস্ত

sunrise at Nilgiri, BandarbanPhoto by Ishtiaque Ovee  

৬. সাঙ্গু নদী, বান্দরবান

৭. কিউক্রাডং এর চূড়া থেকে

Goodmorning KeokaradangPhoto by Faisal Akram  

৮. বান্দরবানের বগা লেকের কাছ থেকে মিষ্টি পাহাড়

Morning at Bandarban 2Photo by D.M. Hasan-Uz- Zaman  

৯. বান্দরবানের বগা লেক

Boga Lake
Photo by Anwar Hussain

১০. বান্দরবানের চিম্বুক পাহাড়

Bandarban Chimbuk Range Hill View From NilgiriPhoto by Sharif Ripon  

১১. জাদিপাই পাড়া, বান্দরবান

১২. জাদিপাই ফল, বান্দরবান

Jadipai Fall, Bandorban, BangladeshPhoto by Roy Udoy  

১৩। নাফাখুম ফল, বান্দরবান

Nafakhum, BandarbanPhoto by Razequl Zibon  

১৪. থানছি, বান্দরবান

Pan Thanchi 1
Photo by Sabbir Khan email: [email protected]

১৫. আমিয়াখুম ফল, বান্দরবান

Amiakhum WaterfallPhoto by Md Rasedul Hasan  

১৬. রিজুক ফল, বান্দরবান

১৭. তাজিংডন, বান্দরবান

Tajingdong
Photo by Dr.Muntasir Moin

১৮. রাতারগুল জলাভূমির বন, সিলেট

Ratargul
Photo by Wild Priest

সিলেটের রাতারগুল জলাভূমির বনের আরেকটি দৃশ্য

04Photo by Arefin Chisty  

সিলেটের রাতারগুল জলাভূমির বন

১৯. জাফলং, সিলেট

JaflongPhoto by Neerod  

২০. বিছনাকান্দি, সিলেট

Bichana Kandi _ sYlhet
Photo by nilesh rony

২১. লালাখাল, সিলেট

Lalakhal , SylhetPhoto by Atique Rahman  

লালাখাল, সিলেটের আরেকটি ভিউ

Lalakhal
Photo by Rakib Arnab

২২. ল্যাওয়াছড়া জাতীয় উদ্যান, সিলেট

Lawachara National Park
Photo by Sabbir Khan

ল্যাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে রেল ক্রসিং

Guiding lightPhoto by Xahidur Reza

২৩. পাংথুমাই ফলস, সিলেট

Pangthumai Falls, SylhetPhoto by Saidur Rahman

২৪. টাঙ্গুয়ার হাওর, সিলেট

tanguar haorPhoto by Dolon  

২৫. হামহাম ওয়াটারফল, শ্রীমঙ্গল, সিলেট

HumHum WaterFallsPhoto by A.Alim Al Munzur

২৬. মাধবকুন্ড ওয়াটারফল, মৌলভিবাজার, সিলেট

Madhabkunda WaterfallPhoto by Shakhawat Hossain  

২৭. বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ

Nijhum dwipPhoto by Tanjib Ahmed

নিঝুম দ্বীপের আরেকটই দৃশ্য

The land of beauty : Nijhum DwipPhoto by MD.ABDULLAH MAHMUD  

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপের কাছ থেকে

SunsetPhoto by Rassel Chowdhury

বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপে হরিণের বিচরণ

Spotted Deer1Photo by mustafizmamun  

২৮. সুন্দরবনের ম্যানোগ্রোভ ফরেষ্ট

Photo by FarshidKhan12

২৯. কুয়াকাটা সমুদ্র সৈকত

কুয়াকাটা সমুদ্র সৈকতের আরেকটি ভিউ

Soil Erosion [Kuakata, Bangladesh]Photo by Saud Faisal

৩০. টেকনাফ, বাংলাদেশ


৩১. সেন্ট মার্টিন দ্বীপ

Photo by Mukammel Hoque

৩২. চট্টগ্রামের ফয়েস লেক


Photo by Gulzar Rasel

৩২. নেত্রকোনার বিড়িসিড়ি

Photo by Tahsin Hossain

নেত্রকোনার বিড়িসিড়ির আরেকটি ভিউ


৩৪. সোমেশ্বরী নদী, নেত্রকনা

Photo by Farhana Jabin

সোমেশ্বরী নদী, নেত্রকনা। আরেকটি দৃশ্য


Photo by Hasib Wahab

৩৫. সোনাদিয়া, কক্সবাজার

Sonadia, Cox's BazarPhoto by Chobir Kabbo  

সোনাদিয়ার পাইন বন

Pine Forest - Sonadia IslandPhoto by Sinbad Konick

সোনাদিয়াতে ক্যাম্পিং

1sonadia islandPhoto by masud ananda  

৩৬. তলুবং ওয়াটারফল, বান্দরবান

Tlubong Waterfalls (Double Falls)
Photo by Dr.Muntasir Moin

৩৭. সুখসাগর, দিনাজপুর

Beautiful BangladeshPhoto by: Arghya Banik  

৩৮. কুয়াকাটা, পটুয়াখালি


Photo by: shawccha saha

৩৯. তিস্তা, রংপুর


Photo by: shawccha saha

রংপুরের তিস্তার আরেকটি দৃশ্য


ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।