বাংলানিউজটোয়েন্টিফোর.কম
http://banglanews24.com/fullnews/bn/421990.html
Fly Through :: Fly from Country's One End to Another...
For more information call +8801755656660-72 or 13603
#flythrough #novoair
http://banglanews24.com/fullnews/bn/421990.html
ঢাকা: এই প্রথম দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়াল দেওয়ার সুযোগ এনে দিলো নভোএয়ার। এর ফলে একই ফ্লাইটে ঢাকা হয়ে চট্টগ্রাম থেকে সিলেট বা যশোর, অথবা যশোর থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যাওয়া যাবে। এর আগে এভাবে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়াল দেওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট ছিলো না।

মঙ্গলবার যশোর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাত্রার মধ্য দিয়ে নভোএয়ারের নতুন এই সার্ভিসটি চালু হয়েছে।
এয়ারলাইনসটির ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) একেএম মাহফুজুল আলম বাংলানিউজকে বলেন, সকাল ৮টা ৫০ মিনিটে যশোর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছে। সকাল ১০টায় সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেয়।
দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়াল দিতে মাত্র ৬ হাজার টাকা ভাড়া গুণতে হবে বলেও জানান মাহফুজুল আলম।
যে কোনো ট্রাভেল এজেন্সি বা নভোএয়ার এজেন্ট এর মাধ্যমে এসব ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট আছে প্রতিদিনই।
মঙ্গলবার যশোর থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম যাত্রার মধ্য দিয়ে নভোএয়ারের নতুন এই সার্ভিসটি চালু হয়েছে।
এয়ারলাইনসটির ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) একেএম মাহফুজুল আলম বাংলানিউজকে বলেন, সকাল ৮টা ৫০ মিনিটে যশোর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সকাল ৯টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছে। সকাল ১০টায় সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেয়।
দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়াল দিতে মাত্র ৬ হাজার টাকা ভাড়া গুণতে হবে বলেও জানান মাহফুজুল আলম।
যে কোনো ট্রাভেল এজেন্সি বা নভোএয়ার এজেন্ট এর মাধ্যমে এসব ফ্লাইটের টিকিট পাওয়া যাবে। সংশ্লিষ্ট রুটগুলোতে ফ্লাইট আছে প্রতিদিনই।
Courtesy by বাংলানিউজটোয়েন্টিফোর.কম'
Fly Through :: Fly from Country's One End to Another...
For more information call +8801755656660-72 or 13603
#flythrough #novoair
No comments:
Post a Comment