অজানাকে জানার লক্ষে...

Wednesday 27 July 2016

How to Generate QR Code? -কিভাবে QR Code Generate করবেন?

কিভাবে QR Code Generate করবেন?



QR Code

আমরা বিভিন্ন পণ্যে অথবা বিভিন্ন জায়গায় ছোট-ছোট সাদা-কালো বর্গাকৃতির মিশেলে একপ্রকার ছবি দেখতে পাই। যা QR Code নামে পরিচিত।এই QR Code এ বিভিন্ন ধরণের information থাকে যা বিশেষ Scanner বা স্মার্ট ফোনের QR Code Scanner দ্বারা Read করা যায়।  এই Code গুলোতে বিভিন্ন ধরণে Text, URL, Contact Number, Contact Address, Product Description ইত্যাদি দেওয়া থাকে। 

আমরা চাইলে আমাদের প্রয়োজন অনুযায়ী নিজেই QR Code তৈরী করতে পারি। তবে দেখা যাক কিভাবে QR Code তৈরী করা যায়?

১. প্রথমে QR Code Generator লিখে Google Seach দিন। অনেক Website পাবেন যারা QR Code ফ্রীতে তৈরী করে দেয়। যেকোনো একটিতে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করুন
২. আপনি কোন প্রকারের QR Code তৈরী করতে চান সিলেক্ট করুন। 
৩. ইনপুট Text box এ আপনার আপনার information দিন। 
৪. Create QR Code -এ ক্লিক করুন। দেখুন ডানপাশে আপনার লিখা টেক্সট গুলার QR Code তৈরী হয়ে গেছে। 
৫. এখন Download Button - এ  ক্লিক করে Code - টি Download  করে নিন এবং আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। 



Process -টি ভিডিও তে দেখতে চাইলে এখানে ক্লিক করুন।





No comments: